মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালী সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নের উত্তর চর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২৩ শিক্ষাবর্ষে পঞ্চম শ্রেণি উত্তীর্ণ শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

২৮ ডিসেম্বর (বৃহস্পতিবার)  বিকেল ৩টায় চর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে  এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উত্তর চর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  প্রধান শিক্ষক ছানা উল্যাহর সঞ্চালনায় এবং বিদ্যালয়ের পরিচালনা কমিটির সহসভাপতি মোঃ ইউছুপ মেম্বারের  সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুবর্ণচর উপজেলা ইউ.আর.সি ইন্সট্রাক্টর নাজমা আক্তার।

বিশেষ অতিথি ছিলেন, সহকারি উপজেলা শিক্ষা অফিসার মোঃ মহি উদ্দিন, চর রশিদ হাই স্কুলের প্রধান শিক্ষক খুরশিদা আক্তার,  প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আলী আক্কাছ, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মোহাম্মদ নাসিম ফারুকী, চরজব্বর ইউনিয়নের ইউপি সদস্য,  আবু কাউছার, ইউছুপ, শিক্ষক নুরুল আলম,
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আল আমিন,  সমাজ সেবক রফিক উল্যাহ, মোঃ বাবুলসহ এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ।

বক্তারা বিদায় শিক্ষর্থীদের পড়াশোনা নিয়ে  স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন এবং পড়াশুনা করে সমাজের মুখ উজ্জ্বল করার আহবান জানান।

এসময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা আবেগঘন বক্তব্য রাখেন এবং একাধিক ক্ষুদে শিক্ষার্থী ইংরেজিতে বক্তব্য দিয়ে অতিথিদের মুগ্ধ করেন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here