মোঃ ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি ::
সারাদেশের ন্যায় নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। ভোরে স্মৃতিসৌধে  পুষ্পার্ঘ অর্পণ করে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। 
মঙ্গলবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয়।
আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন, শহীদ পরিবার, বীরমুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।
পরে  উপজেলা প্রশাসনের কর্মকর্তা,সাংবাদিক, ও সাধারণ জনসাধারণের মাঝে প্রীতি ফুটবল ম্যাচ  অনুষ্ঠিত হয়। এছাড়াও উপজেলা পরিষদ হলরুমে বীর মুক্তিযোদ্ধা ও অন্যান্যদের নিয়ে দোয়া এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দেশ ও জাতির সার্বিক কল্যাণ, সুখ,শান্তির জন্যেও বিশেষ দোয়া করা হয়।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল আমিন  সরকারের সভাপতিত্বে  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা পরিষদের  চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হাসনাত মোহাম্মদ খায়রুল আনম চৌধুরী সেলিম।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) অশোক বিক্রম চাকমা, চরজব্বর  থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ হোসেন, এলজিইডি কর্তকর্তা  মোঃ শাহ জালাল আল মামুন, প্রাণী সম্পদ কর্তকর্তা ফখরুল ইসলাম, কৃষি কর্তকর্তা হারুন অর রশিদ, সমাজ সেবা কর্মকর্তা নুর নবী, উপজেলা শিক্ষা অফিসার আব্দুস জাহের, চরক্লার্ক ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট আবুল বাসার,  চরবাটা ইউনিয়নের চেয়ারম্যান  আমিনুল ইসলাম রাজিব, চরজুবলী চেয়ারম্যান সাইফুল্যাহ খসরু।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, স্কুল-কলেজের প্রধানগণ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here