মোঃ ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি ::
নোয়াখালী সুবর্ণচরে এলজিইডি ব্যাডমিন্টন টুর্ণামেন্ট ২০২৪ উদ্বোধন করা হয়েছে।
গতকাল ১৯ মার্চ  রাত ১১ টায় উপজেলা এলজিইডি ওপেন স্টেডিয়ামে খেলার উদ্বোধন করেন বিশিষ্ঠ সমাজ সেবক মোঃ সিদ্দিক মেম্বার, সাংবাদিক ইমাম উদ্দিন সুমন ও আরেফিন শাকিল।
খেলার প্রধান পৃষ্টপোষক সুবর্ণচর উপজেলা এলজিইডি কর্মকর্তা শাহজালাল জানান, টিম ইয়াংস্টার, টিম টেনশন, টিম নোয়া-লাক্স,টিম সোমালিয়া, টিম চেঞ্জার, টিম রেক্টাঙ্গেল, টিম জল তারা, টিম রেড সিগনাল মোট ৮ টি দল নিয়ে খেলাটি উদ্বোধন করা হয়েছে সুন্দর এবং সুশৃঙ্খলভাবে খেলাটি শেষ হবে।
পুরো খেলা জুড়ে রিফারি দ্বায়িত্বে থাকছেন, মোঃ দুলাল মিয়া, নাজমুল হুদা জিগার, শামীম ওসমান রাজু, দলের অধিনায়ক হিসেবে রয়েছেন, সাহাব উদ্দিন বি.কম, নুর উদ্দিন, গোফরান উদ্দিন, জিকু, ইঞ্জিনিয়ার মোঃ  শাহজালাল আল মামুন, মোঃ ইকরাম হোসাইন, আরিফ বিল্লাহ, আব্দুল মান্নান। খেলাটি উপভোগ করতে প্রতি রাতেই দূরদূরান্ত থেকে ছুটে আসে দর্শক ও ব্যাডমিন্টন প্রেমিরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here