ডেস্ক রিপোর্ট:: যুক্তরাষ্ট্রের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রস্তুতির শুরুটা সুখকর হয়নি বাংলাদেশের। প্রথম দুই ম্যাচ হেরেই তারা ক্রিকেট বিশ্বের নবীনতম দেশটির কাছে সিরিজ হাতছাড়া করেছিল, গতকাল (শনিবার) শেষ ম্যাচ জিতে এড়িয়েছে ধবলধোলাই। সিরিজ হার নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেছেন তৃতীয় ম্যাচে ফিফটি করা ওপেনার তানজিদ হাসান তামিম। ক্রিকেটারদের মন ভাঙলেও, এটিকে বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে দেখছেন তিনি।

সিরিজ পরবর্তী সংবাদ সম্মেলনে টাইগারদের এই প্রতিনিধি বলেন, ‘ম্যাচ হারের পেছনে ভ্রমণক্লান্তি বা বেশি খেলা– এমন কিছুই ছিল না। আমরা পর্যাপ্ত বিশ্রাম পেয়েছি। প্র্যাকটিসের সুবিধাও ভালোভাবে কাজে লাগাতে পেরেছি এবং প্রস্তুতি নিতে পেরেছি। তবে প্রথম দুই ম্যাচে আমরা আমাদের প্ল্যান কাজে লাগাতে পারিনি। আজকের ম্যাচে প্রত্যেক জায়গায় প্ল্যান কাজে লাগাতে পেরেছি। আগের দুই ম্যাচে প্ল্যান কাজে না লাগানোয় হেরেছি।’

তামিম আরও বলেন, ‘প্রথম ম্যাচে ৪ ওভারে ৫৪ রান লাগত (আসলে ৫৫), সেখানে আমরা বোলাররা ব্যর্থ হয়েছি। আমাদের যে বোলিং করা উচিৎ ছিল, আমরা তা করতে পারিনি। পরের ম্যাচে আমাদের কম বলে কম রান দরকার ছিল, কিন্তু আমরা উইকেট হারাইছি। ওভারল আমাদের দলের যে প্ল্যান ছিল, যেভাবে খেলা উচিৎ ছিল, আমরা কেউই তা খেলতে পারিনি, এজন্যই দুই ম্যাচে আমরা হারছি।’

এই সিরিজ থেকে প্রাপ্তির কথাও জানালেন তামিম, ‘আমি বলব আমরা পুরো একটা প্রস্তুতির মধ্য দিয়ে যাচ্ছি, কারণ সামনে বড় টুর্নামেন্ট আছে বিশ্বকাপ। আমার কাছে হার-জিত দুইটাই আসলে প্রস্তুতির মধ্যে রাখাই ভালো। এখানে ইতিবাচক-নেতিবাচক দুইটাই হয়েছে যেটা সামনে কাজে লাগবে আমাদের।’

সিরিজ হারের পর দলের অবস্থা কেমন ছিল তা জানিয়ে তরুণ এই ওপেনার বলেন, ‘আসলে হতাশ না, সবারই মন খারাপ ছিল, প্রত্যেকটা হারই খারাপ লাগে, সবার মন খারাপ ছিল। দুই ম্যাচে হারার পর আমরা সবাই মিলে বসে আলোচনা করেছি, কেন প্ল্যানটা কাজে লাগাতে পারছি না। আমরা সবাই মিলে শান্ত থাকার চেষ্টা করছি। আজকে এটাই চেষ্টা করেছি আমরা সবাই এসব পরিস্থিতিতে কীভাবে ঠাণ্ডা থেকে নিজেদের প্ল্যান কাজে লাগাতে পারি। আল্লাহর রহমতে সবাই আজকে সেটা করতে পারছে।’

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here