সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুন্নবী সরকার জানান- ঢাকা-বগুড়া সড়কের সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঘুড়কা নামক স্থানে সোমবার ভোর রাতে লালমনিরহাট গামী একটি বাসের সাথে বিপরীত মুখী কাঁচা মাল বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটলে বাসটি রাস্তার পাশে ও ট্রাকটি রাস্তার উপর উল্টে পড়ে যায়।  এতে বাসের ১ কিশোরী যাত্রীসহ ৩ জন ঘটনাস্থলেই মারা যায়। এছাড়াও অন্তত ১৫ যাত্রী আহত হয়।  আহতদের রাতেই উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতাল এবং বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। দূর্ঘটনাকবলিতদের মধ্যে নিহতদের পরিচয় পাওয়া গেছে। এ হলো ঃ নিলফামারী জেলা সদরের ধোপাপাড়ার ফজলুল হকের ছেলে শফিকুল ইসলাম (২৮) এবং লালমনিরহাট জেলার সদর হাসপাতাল রোডের শফিকুল ইসলামের ছেলে সবুজ (২৫) ও লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলা সদরের আফজাল হোসেনের কিশোরী মেয়ে ইতি (১১)। পুলিশ বাস ও ট্রাকটি আটক করতে পারলেও চালক ও হেলপাররা পালিয়ে যেতে সক্ষম হয়। এ বিষয়ে পাশ্ববর্তি সলঙ্গা থানায় মামলা হয়েছে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/সুজন সরকার/সিরাজগঞ্জ

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here