জমি দখল নিয়ে সংঘর্ষে সাভারে দুই জন নিহত হয়েছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ১২ জন।
নিহতরা হলেন সাভারের আমিনবাজার বরদেশি গ্রামের মনির হোসেন ও ভাকুরতার চোনারচর এলাকার বাসিন্দা টুটুল।
এলাকাবসী জানান, এলাকার টিক্কাবাহিনী আমিনবাজার এলাকায় জমি দখল করতে গেলে এলাকাবাসী তাদের ধাওয়া করে। এ সময় টিক্কাবহিনী কয়েক রাউন্ড গুলি বর্ষণ করে। এরপর এলাবাসী ও তাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে দুই জন মারা যায়। আহত হয় ১২ জন।
সাভার মডেল থানার ওসি মো. আশরাফুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থলে পৌচ্ছেন। এখন পরিস্থিতি আপাতত শান্ত।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/সাভার