সব মহলের সাথে আলোচনা সাপেক্ষে এবং সহনীয় পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, বিগত সরকারগুলো বিদ্যুৎ উৎপাদন না বাড়িয়ে বরং কমিয়ে ফেলেছে। অন্য দিকে দেশে বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ায় এখন বিদ্যুৎ খাতে সঙ্কট দেখা দিয়েছে।

জাতীয় সংসদের চলতি অধিবেশনে বুধবার প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নে জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

স্বতন্ত্র সংসদ সদস্য ফজলুল আজিমের এক প্রশ্নে জবাবে শেখ হাসিনা বলেন, ‘বিশ্বে সব কিছুর দাম বাড়ছে। আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য রাখার জন্য বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে।’

বিদ্যুতের দাম সহনীয় পর্যায়ে বাড়ানো হয়েছে দাবি করে তিনি বলেন, বিদ্যুতের দাম বাড়লেও ব্যবহারে সাশ্রয়ী হওয়ার মাধ্যমে এই ব্যয় কমানো সম্ভব।

জনশক্তি রফতানি প্রসঙ্গে প্রধানমন্ত্রী সংসদকে বলেন, ‘বিএনপি তাদের পাঁচ বছরে যা করতে পারেনি, আমরা তিন বছরে তা করতে পেরেছি। আমাদের গত দুই বছর ১০ মাসে ৩১ দশমিক ৮৩ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। অথচ বিএনপির বিগত পাঁচ বছরে ১৮ দশমিক ৩৬ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছিল।’

তিনি বলেন, ‘বর্তমান সরকারের সময়ে আমরা ১১ লাখ ৭৬ হাজার ৩৯১ জন জনশক্তি রপ্তানি করেছি। অথচ বিএনপি পাঁচ বছরে রপ্তানি করেছে ১৩ লাখ ৭ হাজার ৮৮ জন।’

সংসদ সদস্য সানজিদা খানমের এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা জানান, ‘বর্তমান সরকার চলতি বছর পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়গুলোতে এক হাজর ৮৫২ জন প্রধান শিক্ষক ও ৩১ হাজার ১১ জন সহকারী শিক্ষক, মাধ্যমিক পর্যায়ে ৮০ জন প্রধান শিক্ষক ও এক হাজার ৯২০ জন সহকারী শিক্ষক এবং ৩০তম বিসিএস’র মাধ্যমে কলেজ পর্যায়ে সহস্রাধিক শিক্ষক নিয়োগ দিয়েছে।’

মাহমুদ উস সামাদ চৌধুরীর প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিগত চারদলীয় জোট ও তত্ত্বাবধায়ক সরকার গ্যাস উৎপাদনের বিষয়টি বিবেচনা না করে অতিরিক্ত মাত্রায় সরবরাহের অনুমতি দেওয়ায় চাহিদা ও সরবরাহের মধ্যে ব্যবধান অনেক বেড়ে গেছে। এজন্য বর্তমানে গ্যাস সরবরাহে সঙ্কট সৃষ্টি হয়েছে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ঢাকা

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here