ইতালিতে ব্যাপক অর্থনৈতিক সংস্কার কর্মসূচির ওপর একগুচ্ছ প্রস্তাব নিয়ে সেদেশের সংসদে গুরুত্বপূর্ণ বিতর্ক শুরু হয়েছে।

সংসদের নিম্নকক্ষে এসব প্রস্তাব পাস হলে বর্তমান প্রধানমন্ত্রী সিলভিও বার্লুস্কোনির পদত্যাগের পথ প্রশস্ত হবে বলে ধারণা করা হচ্ছে৻

রোম থেকে বিবিসি সংবাদদাতা জানাচ্ছেন, ধরে নেয়া হচ্ছে বেশ দ্রুততার সাথে এই সংস্কারের প্যাকেজ সংসদে পাশ করা হবে। কিন্তু এরপর কী ঘটবে তাই হচ্ছে এখনকার সবচেয়ে বড় প্রশ্ন। খবর : বিবিসি

শুক্রবার ইতালির সংসদের উচ্চক্ষ সিনেটে যে প্রস্তাবটি অনুমোদিত হয়েছে তাতে অবসর নেয়ার বয়স সীমা বাড়ানোর কথা বলা হয়েছে, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি করা হবে এবং রাষ্ট্রের কিছু সম্পদ বিক্রি করে দেয়ার কথাও বলা হয়েছে।

মনে করা হচ্ছে খ্যাতিমান অর্থনীতিবিদ ও ইউরোপীয় ইউনিয়নের সাবেক কমিশনার ম্যারিও মন্টিকে নতুন সরকার গঠনের জন্য আহ্বান জানানো হবে।

রোমের নেতাদের মধ্যে তার বেশ জনপ্রিয়তা এবং সমর্থন রয়েছে বলে মনে হচ্ছে।

কিন্তু একই সঙ্গে এটাও বোঝা যাচ্ছে যে মি. বার্লুসকনির জোট সরকারের মধ্য থেকে অনেকেই মি. মন্টির দায়িত্বভার হাতে নেয়ার ঘোর বিরোধী।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/আন্তর্জাতিক ডেস্ক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here