মুন্সীগঞ্জের শ্রীনগরের আরদীপাড়া গ্রামে সন্ত্রাসী হামলায় মহিলা ও শিশুসহ ১০ জন আহত হয়েছে। এ সময় বাড়িঘর ভাংচুর করা হয়েছে। শনিবার রাতে এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। আহতদের ঢাকা ও স্থাণীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহতরা হলেন, মাইনউদ্দিন মিয়া (৪০), সালমা বেগম (২৯), আমিনুল (২৪), নুসরাত (৩), ডলি আক্তার (২৫) ও মনোয়ারা বেগম (৩২)। এ ঘটনায় আজ রোববার সকালে শ্রীনগর থানায় মামলা রুজু হয়েছে।
জানা গেছে, উপজেলার আরদীপাড়া গ্রামের মাইনউদ্দিন মিয়ার সঙ্গে একই গ্রামের জামাল হোসেনের দীর্ঘদিন দ্বন্ধ চলছিল। এতে তুচ্ছ ঘটনা নিয়ে ক্ষুব্ধ হয়ে জামাল হোসেনের নেতৃত্বে এক দল সন্ত্রাসী মাইনউদ্দিনের বাড়িতে অর্তকিত হামলা চালায়। শ্রীনগর পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করে জানায়, মামলা রুজুর পর আসামীদের গ্রেফতারে পুলিশ মাঠে নেমেছে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/দিপু কাজি/মুন্সীগঞ্জ