খুলনাঞ্চলে জেঁকে বসতে শুরু করেছে শীত। ঘন কুয়াশার চাদরে ঢাকতে শুরু করছে গ্রাম থেকে গঞ্জ। ইতিমধ্যে শীতের পোষাক পড়তে শুরু করেছে এ অঞ্চলের মানুষেরা। ছয়টি ঋতুর প্রত্যেকটি তার নিজস্ব বৈচিত্র নিয়ে আবির্ভাব হয়। প্রকৃতিতে যেন একেক সময় একেক পালা বদল। প্রতি ঋতুতেই ফুটে উঠে ঋতুর নিজস্ব বৈচিত্রতা। এই বৈচিত্রতা একদিকে যেমন মুগ্ধ করে প্রকৃতি প্রেমিককে তেমনি আমন্ত্রণ জানায় পরিবর্তনের। বাংলাদেশের প্রকৃতিকে আরও ফুটে তুলতে প্রতি বছর শীত শুরুর সাথে সাথে শীত প্রধান দেশ থেকে আগমন ঘটতে থাকে হরেক অতিথি পাখির। এর কলকাকলী যেমন মানুষকে মুগ্ধ করে তেমনি প্রকৃতির সৌন্দর্যকে আরও ফুটিয়ে তোলে। এরই ধারায় খুলনা বিভাগের বাগেরহাটের মোড়েলগঞ্জ, শরনখোলা, রামপাল, মোল্লারহাট, ফকিরহাট, খুলনা জেলার তেরখাদা, বটিয়াঘাটা, ডুমুরিয়া, যশোরের অভয়নগর, নাভারণ, সাতক্ষীরার তালা, শ্যামনগর, কালীগঞ্জ সহ দখিনাঞ্চলের অধিকাংশ খাল, বিল, হাওড়, দিঘী, নালায় আগমন ঘটেছে শত শত অতিথি পাখির। প্রতি বছরই শীতের শুর“র সাথে সাথে এদের আগমন ঘটে এসব স্থানে। স্থানীয় একাধিক বাসিন্দা জানায়, বিদেশি অতিথি পাখি আমাদের দেশের অতিথি। তাদের ভালোবাসতে হবে। তাদের আগমনে এলাকার প্রকৃতির রুপের বৈচিত্র আরও ফুটে উঠেছে। তাদের দাবি এসব পাখিকে শিকারীরা যেন নির্বিচারে শিকার না করে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/শিমুল খান/খুলনা