ডেস্ক রিপোর্ট::  প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ বলেছেন, মহান স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত হয়ে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে হবে। সে লক্ষ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কাজ করছে।

রোববার (২৬ মার্চ) ঢাকা পিটিআই মিলনায়তনে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

সচিব বলেন, শিক্ষার সোপান বেয়ে জাতি উন্নত ও সমৃদ্ধ স্বদেশ গড়বে; স্মার্ট বাংলাদেশের পথে এগিয়ে যাবে। শিক্ষা সমাজে কাঙ্ক্ষিত ইতিবাচক পরিবর্তন নিয়ে আসে, সমাজিক অগ্রগতি, অর্থনৈতিক মুক্তি, মানুষের বোধ ও মননের অনুশীলন শিক্ষার পরিকল্পিত প্রসার ও পরিচর্যার মাধ্যমেই নিশ্চিত হয়। তাই অগ্রসর সমাজ ও স্বদেশ সৃষ্টিতে শিক্ষার বিকল্প নেই।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াতের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক দিলীপ বণিক, সৈয়দ মামুনুল আলম, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক আবুল কালাম আজাদ, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোশাররফ হোসেন প্রমুখ।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here