সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি ::
ক্রীড়াই শক্তি-ক্রীড়াই বল। দেশের দক্ষিনের জনপদের ঐতিহ্যবাহী বাংলাদেশ-তুরস্ক ফ্রেন্ডশীপ স্কুলে দুই দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণ/২৪ এর শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গতকাল বুধবার বাংলাদেশ-তুরস্ক ফ্রেন্ডশীপ স্কুল মাঠে বর্ণাঢ্য সাঁঝে এবং কোমলমতি শিক্ষার্থী, অভিভাবক, স্কুল পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় জাতীয় সংগীত, জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ, স্কুলের সভাপতি ও সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল।
ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ-তুরস্ক ফ্রেন্ডশীপ স্কুলের সুদক্ষ অধ্যক্ষ ডাঃ জান্নাতুল নাইম আইভি (মিসেস ইউএনও)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাছিম রেজা, গলাচিপা থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ ফেরদৌস আলম খান, উপজেলা প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, শিক্ষা অফিসার মীর রেজাউল ইসলাম , উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জহিরুন্নবী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাস, গলাচিপা সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসেন টুটু সহ মিসেস ওসি, সাবেক অধ্যক্ষ নাসরিন জাহান, স্কুলের উপাধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম প্রমুখ।