চট্টগ্রাম (পতেঙ্গা) প্রতিনিধি ::

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও দেড় কেজির বেশি স্বর্ণের চালান উদ্ধার করা হয়েছে। আজ সকালে দুবাই থেকে আসা ফ্লাই দুবাইয়ের ফ্লাইট নং-এফ জেড৫৬৩ এর এক যাত্রীর ব্যাগে থাকা ডোর লক, চার্জার লাইট, ব্যাটারি ও শরীর তল্লাশি করে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।

এ ঘটনায় মো. জাহাঙ্গীর আলম নামে এক যাত্রীকে আটক করেছে চট্টগ্রাম বিমানবন্দরে কর্মরত কাস্টমস কর্মকর্তারা। উদ্ধার হওয়া সোনার বাজার মূল্য এক কোটি ৬০ লাখ টাকা।

বিমানবন্দরে কর্মরত সহকারী কাস্টমস কমিশনার আলিফ রহমান বাসস’কে বলেন, দুবাই থেকে আসা যাত্রী মো. জাহাঙ্গীর আলমকে সন্দেহ হলে তার সঙ্গে থাকা ব্যাগেজ স্ক্যানিং করা হয়। স্ক্যানিং মেশিনে ব্যাগেজের ভেতর গোল্ডের মতো প্রতিচ্ছবি দেখা যাওয়ায় কাউন্টারে ওই যাত্রীর ব্যাগেজ খোলা হয়। এর ভেতরে রক্ষিত একটি ডোর লক, একটি চার্জার লাইট ও একটি ব্যাটারির ওজন অস্বাভাবিক হওয়ায় সেটি কাটা হয়। সেখানে বিশেষভাবে লুক্কায়িত অবস্থায় ডোর লকের ভেতর দুটি দ-াকৃতির স্বর্ণপি- এবং চার্জার লাইট ও ব্যাটারির ভেতর সাতটি স্বর্ণের পাত ও শরীরে ছয়টি স্বর্ণের চুড়ি পাওয়া যায়।

কাস্টমসের এই কর্মকর্তা আরও জানান, যাত্রীটি বড় একটি তালার ভিতরে এবং ইলেকট্রনিক চার্জিং লাইটের যে ব্যাটারি থাকে সেই ব্যাটারির ভিতরে স্বর্ণের পাতের ওপর লিথিয়ামের প্রলেপ দিয়ে স্বর্ণগুলো লুকিয়ে এনেছে। উদ্ধার হওয়া স¦র্ণের ওজন মোট এক কেজি ৬১৭ গ্রাম। উদ্ধার হওয়া সোনা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে। এ ঘটনায় পতেঙ্গা থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here