জমিজমা সংক্রান্ত বিরোধ ও গ্রামের প্রাধান্য বিস্তারকে কেন্দ্র করে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের কলিয়ারচর গ্রামে হানিফ প্রামানিক ও তাঁরা প্রামানিক গ্রুপের মধ্যে গত বুধবার দফায় দফায় সংঘর্ষে ১ জন নিহত এবং উভয় পক্ষের প্রায় ৩০ জন আহত হয়েছে। নিহত ব্যক্তি হলেন আবু হানিফ প্রামানিক (৫০)। আহতদের মধ্যে জুয়েল, নজরুল, রুবেল, আশকর, রিপন, আজম, মজিদ, মতিন, উজ্জল, ছামাদ, ফজলুকে পাবনা, সিরাজগঞ্জ ও বেড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।  সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের ১০টি বাড়িঘর ও দোকানপাট ব্যাপক ভাংচুর ও লুটপাট করা হয়েছে। এ সময় উভয় পক্ষের লোকজন একে অপরের বাড়ি থেকে ধান, চাল, গরু-বাছুর ও নগদ টাকা লুটপাট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ  বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এলাকাবাসী ও থানা সূত্রে জানা গেছে, নিহত আবু হানিফ প্রামানিক ও তাঁরা প্রামানিকের গ্রুপের মধ্যে গ্রামের আধিপত্য, জমিজমা ও বিদেশে লোক পাঠানো সংক্রান্ত পাওনা টাকা  নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সূত্রমতে, তারা প্রামানিক বিদেশে পাঠানোর কথা বলে প্রায় ১ বছর আগে হানিফ গ্রুপের নজরুলের কাছ থেকে দেড় লাখ টাকা নেয়। বিদেশে পাঠাতে ব্যর্থ হলে কয়েক দফা শালিস বৈঠক শেষে ৬ মাস আগে তাঁরা প্রামানিক ৭৫ হাজার টাকা ফেরত দেয়। কিন্তু অবশিষ্ট টাকা ফেরত দিতে নানা তালবাহানা করে। এক পর্যায়ে গত বুধবার সকালে হানিফ প্রামানিক ও নজরুল পাওনা টাকার তাগিদ দিতে তাঁরা প্রামানিকের বাড়িতে যায়। এ সময় উভয় পক্ষের মধ্যে বাগবিতন্ডা শুরু হয় এবং এক পর্যায়ে বুধবার দিনভর দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে দফায় দফায় সংঘর্ষ লিপ্ত হয়। সংঘর্ষে গুরুতর আহত হানিফ প্রামানিককে প্রথমে বেড়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রাত ১০ টার দিকে রাজশাহী হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। এ ব্যাপারে নিহতের ছেলে রেজাউল বাদী হয়ে ২৫ জনকে আসামী করে গতকাল বৃহস্পতিবার থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে মতিন, লালচাঁদ ও নীলচাঁদ নামে ৩ ব্যক্তিকে গ্রেফতার করেছে। অন্যদিকে, তারা প্রামানিক গ্রুপের পক্ষ থেকে আব্দুল আলীম বাদী হয়ে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগে ৯ জনকে আসামী করে অপর একটি মামলা দায়ের করেছে বলে থানা সূত্রে জানা গেছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/সুজন সরকার/সিরাজগঞ্জ

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here