মডেল কন্যা শারিকাকে নিয়ে রহস্যে শেষ হচ্ছে না। আলোচনা ও মাতামাতির কারণ শারিকা নিজেই। নিজের অবস্থান পরিষ্কার না করা ও রহস্যজনকভাবে নিজেকে আড়াল করে রাখার কারণে আলোচনার পাশাপাশি বিভিন্ন রসালো মন্তব্য করছেন সমালোচকরা। নিজেকে লোকচক্ষুর আড়ালে রাখার জন্য এক হোটেল থেকে অন্য হোটেলে রাত যাপন করছেন তিনি। এতে রহস্য আরো ঘনীভূত হচ্ছে।

২০ অক্টোবরও তার অবস্থান সম্পর্কে জানার জন্য মিডিয়াকর্মীরা বিভিন্ন স্থানে গিয়ে নিরাশ হয়ে ফিরেছে। কেউ মুখ খুলছে না। হোটেল সীগাল কর্তৃপক্ষ শুধু এটুকুই জানিয়েছে, বৃহষ্পতিবার শারিকা একা এসে হোটেলে উঠেছে। তবে ছদ্ম নাম ব্যবহার করায় তাকে কেউ চিনতে পারেনি। শারিকার মা পুলিশ নিয়ে হোটেলে আসার পর জানা গেছে, একদিন আগে যিনি একাকী রুম নিয়ে হোটেলে রাত কাটিয়েছেন তিনি সম্প্রতি সময়ে দেশের আলোচিত মডেল কন্যা শারিকা। হোটেল সী গাল এর ব্যবস্থাপক রুমী জানান, শুক্রবার হোটেল ত্যাগ করার পর থেকে শারিকার কোন খবর তাদের কাছে নেই। শনিবার দিনের বেলায় মা ও একজন কাজিনসহ হোটেল ওশান প্রাডাইস-এ রুম নিতে যান শারিকা। কিন্তু রুমে না উঠেই তিনি চলে আসেন। এরপর থেকে নানান কানাঘুষা ও আলোচনা ডালপালা ছড়াচ্ছে। কিন্তু তাদের হদিস মিলছে না। পুলিশও তাদের অবস্থানে অনড় রয়েছে। গতকালও তারা এ ব্যাপারে মিডিয়া কর্মীদের কিছু জানাতে রাজি হননি। তবে প্রচার রয়েছে এ সময়ের আরেকজন আলোচিত মডেল নিরবকে গোপনে বিয়ে করে তিনি কক্সবাজারের কোন একটি হোটেলে আত্মগোপন করে রয়েছেন। নিরবকে শারিকার পরিবার মেনে নিতে পারেনি বলে এ লুকোচুরি।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/বিনোদন নিউজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here