দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা প্রায় দুই শতাধিক শিক্ষক ঈদুল আযহার দিন সকালে শহীদ মিনারে অবস্থান নিয়ে নিজেদের মান্থলি পেমেন্ট অর্ডা(এমপিও)ভুক্তির দাবি জানিয়ে সমাবেশ করেন।এসকল এমপিওবঞ্চিত বেসরকারি মাধ্যমিক স্কুলের শিক্ষকরা শহীদ মিনারে ঈদ উদযাপন করছেন।

এমপিওবঞ্চিত শিক্ষক ফোরাম এ কর্মসূচির আয়োজন করে।

ঈদের নামাজের পরপরই দেশের বিভিন্ন জেলা থেকে আসা এ শিক্ষকরা সকালে শহীদ মিনারে অবস্থান নিতে শুরু করেন।

আন্দোলনরত শিক্ষকরা বলেন, ‘যথাযথ যোগ্যতা থাকা সত্ত্বেও এবং দীর্ঘ সাত-আট বছর ধরে শিক্ষকতা পেশায় থাকার পরও সরকার আমাদের এখনো এমপিও ভুক্ত করেনি।’

তারা বলেন, ‘পরিবার-পরিজন নিয়ে সীমাহীন অর্থকষ্টে দুঃসহ জীবনযাপন করতে হচ্ছে। ঈদের আনন্দ বাদ দিয়ে আমাদের বাধ্য হয়ে এখানে আসতে হয়েছে।’

শহীদ মিনারে আন্দোলনরত শিক্ষকদের মধ্যে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন হাদিসুর রহমান, রফিকুল ইসলাম, সাইফুদ্দিন প্রমুখ।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ঢাকা

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here