ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক :: ভোলার লালমোহনে অনুষ্ঠিত হয়েছে ছলিম উদ্দিন তালুকদার ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ২০২৪।
এ যেন রক্তের সাথে রক্তের টান স্বার্থের অনেক উর্ধে, সম্পৃতি ও ভ্রাতৃত্বের মেলবন্ধনে আমরা সবাই ঐক্যবদ্ধ এটাই হোক ঈদ পুনর্মিলনী ও মিলন মেলার অঙ্গীকার এই স্লোগান নিয়ে লালমোহন ইউনিয়নের ০১ নং ওয়ার্ডের মক্তব বাজার সংলগ্ন অবস্থিত দৌলতখান হাজীপুর ইউনিয়নের ঐতিহ্যবাহি ছলিম উদ্দিন তালুকদার বাড়ীতে ১৩ এপ্রিল রোজ শনিবার দিনভর ঈদ পুনর্মিলনী ও মিলন মেলার আয়োজন করা হয় ।
এতে সকল আত্মীয় স্বজনরা উপস্থিত হন। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে মুল অনুষ্ঠান শুরু হয়ে পরিচিতি পর্ব পুর্বপুরুষ সকল মৃত কবরবাসির জন্য কোরআন খতম কবর জিয়ারত দোয়া ও দুপুরের খাবার পরিবেশন শেষে সকলের মাঝে আকর্ষণীয় উপহার সামগ্রী প্রদান করা হয়, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ডাঃ মোঃ আলাউদ্দিন তালুকদার এর সভাপতিত্বে আরো উপস্থিত থেকে আত্মীয় স্বজনদের মধ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন বুয়েটের সাবেক ভি পি ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক ইঞ্জিনিয়ার মোঃ হেলাল উদ্দিন তালুকদার, সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ শফিকুল ইসলাম, প্রধান উপদেষ্টা ডাঃ নজরুল ইসলাম, পি ডব্লিউডির সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ আমিনুল ইসলাম,হাফেজ ইকবাল হোসেন হিমু,শাহাদাত হোসেন বাচ্চু,জামাল উদ্দিন দুলাল,স্হানীয় গন্যমান্য ব্যাক্তিদের মধ্যে মোঃ বশির মেম্বার ও আব্দুল মালেক মিয়া, পুরো অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মোঃ ইসরাফিল চৌধুরী।