শহরের খুটামারা এলাকায় রাস্তার পাশে সরকারী গাছ টাকার অভিযোগে লালমনিরহাট জেলা আনসার ও ভিডিপি কমান্ডার এসএম জাকির হোসেনের বিরুদ্ধে মামলা করেছে জেলা পরিষদ। জেলা পরিষদের পক্ষে প্রধান অফিস সহকারী ইউনুস আলী  মঙ্গলবার সকালে লালমনিরহাট সদর থানায় এ মামলা দায়ের করেন।

গত শুক্র ও শনিবার ওই কর্মকর্তার বাড়ীর সামনে রাস্তার পাশে আনুমানিক ৫০ হাজার টাকা মুল্যের তিনটি মেহগনি গাছ কেটে নেয়। জেলা পরিষদের পক্ষ থেকে বাধা দেয়া হলে তিনি ক্ষমতার অপব্যবহার করে কয়েকজন কর্মচারীকে অপদস্ত ও লাঞ্চিত করেন বলে জানান মামলার বাদী ইউনুস আলী।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শাহজাহান জানান, আইনের লোক হয়ে জেলা আনসার ও ভিডিপি কমান্ডার সরকারী গাছ কেটে বেআইনী কাজের পরিচয় দিয়েছেন। থানায় মামলা হয়েছে পুলিশই এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।

জেলা আনসার ও ভিডিপি কমান্ডার এসএম জাকির হোসেনের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি কোন কথা বলতে রাজি হননি।

লালমনিরহাট সদর থানার ওসি জমির উদ্দিন জানান তদন্ত সাপেক্ষে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার কথা বলেন।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/উত্তম রায়/লালমনিরহাট

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here