নাটোরের লালপুর উপজেলায় ১১ টি কেন্দ্রে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ৪ হাজার ৬৫৩ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ১৫৭ জন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইয়াকুব আলী জানান, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় লালপুর উপজেলায় ১১ টি পরীক্ষা কেন্দ্রে ৪ হাজার ৩২২ জন শিক্ষার্থীর মধ্যে অংশ গ্রহণ করে ৪ হাজার ২০৫ জন। অনুপস্থিত ছিল ১১৭ জন। উপস্থিতির হার শতকরা ৯৭ ভাগ। এর মধ্যে আনন্দ স্কুলের ১৮৬ জন শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ১৬৯ জন। অনুপসি’ত ছিল ১৭ জন। উপস্থিতির হার শতকরা ৯১ ভাগ।
এ ছাড়াও এবতেদায়ি সমাপনী পরীক্ষায় ৩৩১ জন শিক্ষার্থীর মধ্যে অংশগ্রহণ করে ২৯১ জন। অনুপস্থিত ছিল ৪০ জন। উপস্থিতির হার শতকরা ৮৮ ভাগ।
পরীক্ষা কেন্দ্রে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সুষ্ঠুভাগে পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে জানা যায়।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/আশীষ কুমার সরকার/লালপুর