নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায়  যুবলীগ সন্ত্রাসী কর্তৃক গৃহবধূকে শ্লীলতাহানী ঘটনায় রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করলে শনিবার সকালে সন্ত্রাসীরা স্বামী-স্ত্রীকে পিটিয়ে মুদি দোকানে হামলা চালিয়ে লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়ে যায়।
পুলিশ জানিয়েছে, রূপগঞ্জ উপজেলার বাগবের সিডি মার্কেট এলাকায় শুক্রবার রাতে সাইজউদ্দিন ওরফে সাজুর ছেলে যুবলীগ সন্ত্রাসী আব্দুল কাইয়ুমের নেতৃত্বে তার ৭/৮ জনের সহযোগি সন্ত্রাসী বাহিনী নিয়ে একই এলাকার শওকত হোসেন ছক্কার স্ত্রী হাসিনা বেগমকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এ  সময় বাঁধা দিতে গেলে সন্ত্রাসীরা শওকত হোসেন ও তার স্ত্রী হাসিনা বেগমকে পিটিয়ে মারাত্মক আহত করে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করলে শনিবার সকালে সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে শওকত হোসেনের মুদি দোকানে হামলা চালিয়ে লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়ে যায়। ঘটনাটি এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি করেছে। ব্যবসায়ী শওকত হোসেন ও স্ত্রী হাসিনা বেগমকে রূপগঞ্জ উপজেলা স্বাস’্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে যুবলীগ সন্ত্রাসী আব্দুল কাইয়ুম বাহিনীর কাছে রূপগঞ্জ সদর ইউনিয়নের বাগবের, বেলেরটেক, দক্ষিণবাগ, পানি আগরা, কেয়ারিয়া গ্রামের কয়েক হাজার পরিবার জিম্মি হয়ে পড়েছে। এ বাহিনীর বিরুদ্ধে রূপগঞ্জ থানায় ডজন খানেক মামলা রয়েছে।

মাকসুদুর রহমান কামাল/নারায়ণগঞ্জ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here