রিক্তা রিচি

ব্যক্তিগত ‘তুই’

-রিক্তা রিচি

আমার ব্যক্তিগত একজন ‘তুই’ চাই
যার কাছে জমা রাখব এক সমুদ্র সমান বিষণ্ণতা।
যার কাছে শিউলি ফুলের মালার মতো আমার কান্না, হাসি,
নীলাদ্রির মতো চোখ আর লজ্জায় লাল হওয়া ঠোঁট জমা থাকবে।
কয়েক হাজার শব্দ গেঁথে তার জন্যই আমি রচনা করব তাজা কবিতা।
রাতভর মুঠোফোনে তার কাছে জমা রাখব অজস্র অভিমান, অভিযোগ, অনুযোগ।
আর সে আমার পাগলামি দেখে মুচকি হাসবে।
তাই একজন তুই চাই।
ব্যক্তিগত তুই।
যার কাছে সমস্ত আকাশ পাঠাবো, সেই আকাশ জুড়ে থাকবে নক্ষত্ররাজির তুমুল বর্ষণ।
কখনো থাকবে রুপালি জোছনা, আবার কখনো ঝিনুক ফোটা স্রোত।
যার হৃদয়ের সমস্ত ঘরজুড়ে কেবল আমিই থাকব। আমি হব রাণী। হ্যাঁ আমিই তো ঝরা পালক তুলে এনে রঙিন করে সাজাব।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here