শেখ মোঃ আবুল বাসার, অভয়নগর (যশোর) প্রতিনিধি ::
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ৮৮ যশোর-৪ (অভয়নগর-বাঘারপাড়া-বসুন্দিয়া ইউনিয়ন ) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এনামুল হক বাবুল বিপুল ভোটে জয়ী হয়েছেন।
এবারের নির্বাচনে এনামুল হক বাবুল এক লাখ ৮১ হাজার ২৯৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙল প্রতীকের প্রার্থী মো. জহুরুল হক পেয়েছেন ১০ হাজার ৩৪৬ ভোট।
এ ছাড়া তৃণমূল বিএনপির সোনালী আঁশ প্রতীকের প্রার্থী এম শাব্বির আহমেদ পেয়েছেন এক হাজার ৬৬৬ ভোট।
ইসলামী ঐক্যজোটের মিনার প্রতীকের প্রার্থী মো. ইউনুছ আলী পেয়েছেন ৪ হাজার ১৫৩ ভোট। ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য রণজিত কুমার রায় পেয়েছেন ৫৬৮ ভোট এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) নোঙর প্রতীকের প্রার্থী সুকৃতি কুমার মণ্ডল পেয়েছেন ৪২৩ ভোট।
এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩৩ হাজার ৮৩৮ জন। এর মধ্যে অভয়নগর উপজেলায় ২ লাখ ১৫ হাজার ৪৬৬ জন, বাঘারপাড়া উপজেলায় এক লাখ ৮৭ হাজার ১১২ জন ও যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নে ৩১ হাজার ২৬০ জন।
মোট ভোটারের প্রায় অর্ধেক নারী। মোট ভোট কেন্দ্র ১৪৯টি।
সহকারী রিটার্নিং অফিসার ও অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদ জানান, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। নৌকার প্রার্থী এনামুল হক বাবুলকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here