মুজিবশতবর্ষে কামরুল হাসান হৃদয়ের ছড়া
শুভ জন্মদিন বঙ্গবন্ধু

বাংলা মায়ের শ্রেষ্ঠ খোকা
স্বাধীনতার নায়ক
বীর বাঙালির দামাল ছেলে
মুক্তমনের গায়ক।
খোকা থেকে সবার মনে
শ্রেষ্ঠ তুমি নেতা
তোমার জন্য বঙ্গ স্বাধীন
আজকে মোদের জেতা।
জন্মেছিলে বলে তুমি
পেলাম স্বাধীন দেশ
বাংলা মায়ের সোনার ছেলে
আমরা আছি বেশ।
লক্ষ্য ছিলো গড়বে সোনা
করলো ঘাতক গুলি
জন্মশতবর্ষে বলো
কী করে যে ভুলি!
একশতে নয় হাজার বছর
থাকবে মানব মনে
সূর্য ওঠা সকাল থেকে
বলবে জনে জনে।
মুজিব মানে চির নেতা
সোনার দেশও কয়
মুজিব মানে স্বাধীনতা
বাংলার হলো জয়।
জন্মদিনে সবার খুঁশি
নেই আমেজের শেষ
মুজিব তুমি মহান নেতা
থাকবে মনে বেশ।