আধুনিক, গণতান্ত্রিক ও মুক্তিযুদ্ধের চেতনায় শান্তিপূর্ণ দেশ গঠনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার সকালে রাজশাহী সেনানিবাসে পদাতিক বাহিনীর দ্বিতীয় রেজিমেন্ট বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট সেন্টারের প্রশিক্ষণ মাঠে আয়োজিত বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টকে জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

শেখ হাসিনা বলেন, বর্তমান সরকার এমন একটি ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত দেশ গড়তে চায়, যেখানে হিংসা-বিদ্বেষ থাকবে না, সমাজের সবখানে বিরাজ করবে শান্তি।

এর আগে সকালে প্রধানমন্ত্রী রাজশাহী সেনানিবাসে পৌঁছালে সেখানে তাকে স্বাগত জানান, সেনাপ্রধান জেনারেল আব্দুল মুবীন ও রাজশাহীর জিওসি। পরে তিনি সেনা সদস্যদের কুচকাওয়াজ পরিদর্শন এবং সালাম গ্রহণ করেন।

রাজশাহী সফরকালে প্রধানমন্ত্রী ৫০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন দুটি বিদ্যুতকেন্দ্র উদ্বোধন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিজের মায়ের নামে বেগম ফজিলাতুন্নেসা ছাত্রী হলের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন।

বিকেলে মাদ্রাসা মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন শেখ হাসিনা।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/রাজশাহী

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here