মিশরের প্রাক্তন রাষ্ট্রপতি হোসনি মোবারকের পতনের পর প্রথম সংসদ নির্বাচনের প্রথম পর্বে ব্যাপক ভোটদানের খবর পাওয়া যাচ্ছে৻

সোমবার ভোট গ্রহণ শুরুর পর দেশের বিভিন্ন অঞ্চল থেকে ভোটারদের মধ্যে আগ্রহ লক্ষ্য করা গিয়েছে৻

রাজধানী কায়রোর বিভিন্ন এলাকায় ভোট কেন্দ্র খোলার দু‘ঘন্টা আগে থেকেই লম্বা লাইন দিয়ে লোকজন অপেক্ষা করতে থাকে৻

কায়রোর কেন্দ্রস্থল তাহরির চত্ত্বরে বিক্ষোভকারীদের প্রতিবাদ সত্ত্বেও মিশরের সামরিক প্রশাসকরা নির্বাচন প্রক্রিয়া অব্যাহত রাখার উপরে জোর দেয়৻

মিশরের সামরিক প্রশাসকদের জন্য বিক্ষোভ উপেক্ষা করে নির্বাচন করার সিদ্ধান্তটা বেশ ঝুঁকিপূর্ণ ছিলো৻

সেই সময়ে তাহরির চত্ত্বরে পুলিশের গুলি আর টিয়ার গ্যাসে বেশ কয়েকজন বিক্ষোভকারী নিহত হয়৻

নির্বাচনের আগের রাতেও কয়েক হাজার বিক্ষোভকারী তাহরির চত্ত্বরে অবস্থান নেয়, এবং সামরিক প্রশাসকদের হাত থেকে ক্ষমতা বেসামরিক সরকারের কাছে হস্তান্তর করার দাবী অব্যাহত রাখে৻ খবর : বিবিসি

‘‘দেখা যাক কি হয়,‘‘ বিক্ষোভকারীদের একজন বলেন৻

‘‘(সামরিক প্রশাসনের প্রধান ফিল্ড মার্শাল) তানতাওয়ি অনেক প্রতিশ্রুতিই দিয়েছেন, দেখা যাক৻ যদি তিনি আমাদের দাবী পুরোনে ব্যর্থ হলে আমরা আবার তাহরির চত্ত্বরে ফিরে আসবো,‘‘ তিনি বলেন৻

ভোট গ্রহণের প্রথম প্রহরগুলো দেখে মনে হচ্ছে সামরিক প্রশাসকরা নির্বাচন করা নিয়ে যে ‘বাজি‘ ধরেছিলেন, সম্ভবত সেই বাজিতে তারা ফল পেতে যাচ্ছেন৻

ভোট কেন্দ্র খোলার দু‘ঘন্টা আগে যে‘ধরনের লম্বা এবং সুশৃংখল লাইন দেখা যায়, তা থেকে বোঝা যায় এখানে গণতন্ত্রের জন্য প্রচন্ড আকাংখা রয়েছে যেটা বহু বছরের সৈরাচারী শাসনে ধামাচাপা ছিলো৻

কায়রোর সাঈয়েদা জেইনাব এলাকায় একটি ভোট কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে ছিলেন মাগদি৻ তিনি বলেন, তাঁর ভোটের গুরুত্ব আছে৻

‘‘আমি এবার ভোট দিতে এসেছি কারণ আমি মনে করি আমার ভোটের মূল্য আছে, আগে যেটা ছিলো না,‘‘ মাগদি বলেন৻

‘‘ সে কারণে, জনগন দেশের জন্য কিছু করতে চায়, যাতে তারা অনুভব করে তারা দেশে সত্যিকার অর্থে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কিছু করেছে,‘‘ তিনি বলেন৻

একটি ভোট কেন্দ্রে ভোটারদের লাইন প্রায় এক কিলোমিটার লম্বা ছিলো৻

নতুন সংসদে মুসলিম ব্রাদারহুড-এর নেতৃত্বে ইসলামপন্থী জোটের শক্ত অবস্থানে থাকার সম্ভাবনা রযেছে৻

সংসদে উদারপন্থী কয়েকটি দল এবং হোসনি মোবারকের পুরোনো দলের একটি অংশের উপস্থিতী থাকারও সম্ভাবনা আছে৻

নির্বাচন প্রক্রীয়া এতই জটিল এবং দীর্ঘ যে সম্পূর্ণ ফলাফল মার্চ মাসের আগে জানা যাবে না৻

তবে এই নির্বাচনের ভোট গ্রহণকেই এক ধরনের ‘ফলাফল‘ হিসেবে দেখা যায় – যে প্রতিবাদগুলো ‘আরব বসন্ত‘-র জন্ম দিয়েছিলো, এই নির্বাচন তারই ফসল৻

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/আন্তর্জাতিক ডেস্ক

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here