ডেস্ক রিপোর্ট::  সামরিক জান্তার হামলায় গত আটদিনে মিয়ানমারে অন্তত ১৬ বেসামরিকের মৃত্যু হয়েছে। থাইল্যান্ডভিত্তিক মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতি শুক্রবার (২৬ ডিসেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে, গত আটদিন ধরে বোমা হামলা, সাধারণ মানুষের বাড়িতে আগুন দেওয়াসহ বিভিন্ন নৃসংসতা চালাচ্ছে জান্তা বাহিনী।

তাদের এসব হামলায় ১৬ বেসামরিক সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন। জান্তার হামলায় অসংখ্য বাড়ি ও স্কুলভবন ধ্বংস হয়েছে।

ইরাবতি জানিয়েছে, শান, রাখাইন, মোন, বাগো, মাগওয়ে এবং সাগাইংয়েতে বেসামরিকদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

শান রাজ্যে বিদ্রোহীদের কোনো তৎপরতা না থাকা সত্ত্বেও গত সোমবার যুদ্ধবিমান থেকে বোমা ছোড়া হয়। এতে বাস্তুচ্যুত এক বেসামরিকের মৃত্যু হয়। আশপাশের রাজ্যে বিদ্রোহী ও সেনাবাহিনীর মধ্যে চলমান সংঘর্ষের কারণে অনেক মানুষ এ রাজ্যে আশ্রয় নিয়েছেন।

গত ২০ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত রাখাইন রাজ্যে চার বেসামরিকের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ১৭ জন। স্থানীয় সংবাদমাধ্যম ও আরাকান আর্মি (এএ) এ তথ্য জানিয়েছে।

মিয়ানমারের সবচেয়ে পুরোনো বিদ্রোহী গোষ্ঠী কারেন ন্যাশনাল ইউনিয়ন (কেএনইউ) জানিয়েছে, বাগো রাজ্যের কায়োক্কি এবং ফু গ্রামে জান্তার হামলায় তিন বেসামরিকের মৃত্যু হয়েছে।

গত ১৯ জানুয়ারি মোন রাজ্যের দুটি গ্রামে গোলা ছোড়ে সামরিক জান্তা। এতে চারজন নিহত ও ছয়জন আহত হন।

মাগওয়ে রাজ্যে গত রোববার রাতে সামরিক বাহিনী চালানো হামলায় বাবা ও ছেলে নিহত হন। এছাড়া হামলায় ওই পরিবারের মা ও মেয়ে গুরুতর আহত হন।

সূত্র: ইরাবতি

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here