আমেরিকায় হেনস্থার শিকার হতে হল ভারতের প্রাক্তন রাষ্ট্রপতিকে। গত ২৯ সেপ্টেম্বর আমেরিকার নিউইয়র্ক বিমানবন্দরে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামকে তল্লাশির নামে হেনস্থা করা হয় বলে অভিযোগ উঠেছে।

বিষয়টি জানাজানি হওয়ার পর এই ঘটনায় যথেষ্টই ক্ষুব্ধ হয়েছে ভারত। এই ঘটনাকে দুঃখজনক বলে ভারতের বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে। ভারতের প্রাক্তন রাষ্ট্রপতিকে তল্লাশির নামে হেনস্থা করার বিষয়ে আমেরিকার রাষ্ট্রপতির কাছে ভারতের তরফে লিখিত অভিযোগ জানানো হবে বলে জানিয়েছেন বিদেশমন্ত্রী এস এম কৃষ্ণা।

উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম রুটিন তল্লাশির পর বিমানে উঠলেও তাকে ফের বিমান থেকে নামিয়ে তল্লাশির নামে হেনস্থা করা হয় বলে সূত্র মারফত জানা গেছে।

শফিকুল ইসলাম, কলকাতা

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here