জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর) প্রতিনিধি ::
বাংলা সাহিত্যে অমিতাক্ষর ছন্দের প্রবর্তক মহাকাব্যের মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০০ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ীতে ৯দিন ব্যাপী মধুমেলা উদ্বোধন করা হয়েছে। এ মধুমেলা মেলা চলবে ২৭ জানুয়ারি পর্যন্ত।
সংস্কৃতি মন্ত্রণালয়ের তত্বাবধানে ও জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ মেলা ১৯ জানুয়ারি শুক্রবার বিকেলে ৫ টায় উদ্বোধন করেন বাংলাদেশের ইউনিভার্সিটি অব প্রফেশনালস এর চেয়ার অধ্যাপক বঙ্গবন্ধু শেখ মুজিব চেয়ার প্রফেসর ড. সৈয়দ আনোয়ার হোসেন। মেলা উদযাপন কমিটির সভাপতি যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর -৬ কেশবপুর আসনের সাংসদ আজিজুল ইসলাম, যশোর -৫ আসনের সাংসদ মো. ইয়াকুব আলী, যশোর জেলা আওয়ামীলীগের সভাপতি মো.শহিদুল ইসলাম মিলন, কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম প্রমুখ। স্বাগত বক্তব্য রাখবেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার তুহিন হোসেন।
এ মেলা উপলক্ষে মধুমেলা প্রাঙ্গনসহ আশপাশের এলাকায় পর্যাপ্ত পুলিশ, বিজিবি, র্যাব ও ডিবি পুলিশ মোতায়েনের ব্যবস্থা করা হবে। মেলার মাঠে রাখা হবে মেডিকেল টিম, দর্শনার্থীদের জন্য টয়লেট ও পানীয় জলের ব্যবস্থা থাকবে বলে মেলা উদযাপন কমিটির পক্ষ থেকে জানা গেছে।
এবারের মধুমেলায় বিনোদনের জন্য সার্কাস, যাদু, মৃত্যুকূপ, নাগরদোলার ব্যবস্থা থাকবে। এ ছাড়াও মেলা প্রাঙ্গনে থাকছে বিভিন্ন পসরার স্টল। মেলা উপলক্ষে মধুমঞ্চ, কবির বাড়ি, বিদায় ঘাটসহ নানা স্থান সাজানো হয়েছে।
উল্লেখ্য মহাকবি মাইকেল মধুসূদন দত্ত ১৮২৪ খ্রিষ্টাব্দের ২৫ জানুয়ারি (বাংলা ১২ মাঘ) যশোর জেলার কেশবপুর উপজেলার কপোতাক্ষ নদ সংলগ্ন সাগরদাঁড়ী গ্রামের ঐতিহ্যবাহি দত্ত পরিবারে জন্ম গ্রহণ করেন। বাবা রাজ নারায়ন দত্ত, মা জাহ্নবী দেবী। মাইকেল মধুসূদন দত্ত অসুস্থ হয়ে ১৮৭৩ সালে ২৯ জুন কলকাতাস্থ আলীপুরের জেনারেল হাসপাতালে বেলা ২ টার সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।