রাকিবুল হাসান, মনপুরা(ভোলা)প্রতিনিধি ::

মনপুরা উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪তম জন্মশতবার্ষিকী ও জাতীয শিশু দিবস পালিত হয়েছে।দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা আ’লীগ বিভিন্ন কর্মসূচী গ্রহন করেছেন।

বাংলাদেশের স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে যথাযথ মর্যাদার সাথে জাতির জনকের ১০৪তম জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ উদযাপনে জাতীয় কর্মসূচীর সাথে সংগতি রেখে উপজেলা প্রশাসন কর্মসূচী গ্রহন করেন।

সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী, আধাসরকারী, সায়ত্বশাসিত , বেসরকারী ভবনে বিধি মোতাবেক জাতীয় পতাকা উত্তোলন। উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি/ম্যুরালে পুষ্পস্তবক অর্পন।

চিত্রাংকন,রচনা প্রতিযোগীতা, উপস্থিত বক্তিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকল মসজিদ ,মন্দিরে দোয়া ও মোনাজাত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়েছে।

স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি শেলিনা আকতার চৌধুরী, উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) জহিরুল ইসলাম, মনপুরা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জহিরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ টিপু সুলতান, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আব্দুল লতিফ ভুইয়া, ডেপুটি কমান্ডার আবুল কাশেম মাতাব্বর,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মাহতাব উদ্দিন, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সুনিল চন্দ্র দেবনাথ,প্রেসক্লাব সভাপতি ও হাজির হাট সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন, মনোয়ারা বেগম মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ মহিউদ্দিন আহম্মদ। উপজেলা আ’লীগ পক্ষে পুষ্পমাল্য অর্পন করেন উপজেলা আ’লীগ সহসভাপতি একেএম শাহজাহান,আঃ লতিফ ভুইয়া তৈয়বুর রহমান ফারুক, যুগ্ন সাধারন সম্পাদক মোশারেফ হোসেন মজনু ফরাজী,সাবেক সাংগঠনিক সম্পাদক ও ৫নং কলাতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন হাওলাদার,দপ্তর সম্পাদক মোঃ আলমগীর হোসেন, প্রচার সম্পাদক মোঃ ছালাহউদ্দিনসহ সকল দাপ্তরিক প্রধানগন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানগণ পুষ্পমাল্য অর্পন করেন।

পুষ্পমাল্য অর্পন শেষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভ অনুষ্ঠিত হয়। এতে উপস্থতি ছলিনে উপজেলা কৃষি অফিসার তাওহীদ আহসান,হাজির হাট হোসাইনিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাও মোঃ মোছলেহউদ্দিনসহ বিভিন্ন দাপ্তরিক প্রধানগন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সাংবাদিক, গন্যমান্য ব্যাক্তিবর্গ, এনজিও প্রতিনিধি,স্থানীয় জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে বিজয়ীদেও মাঝে পুরস্কার বিতরন করেন নের্তৃবৃন্দ।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here