
শেখ মোঃ আবুল বাসার, অভয়নগর (যশোর) প্রতিনিধি ::
যশোরের অভয়নগর উপজেলার ভৈবর নদে ১২ মার্চ সকাল ১০ টার সময় নওয়াপাড়া পীরবাড়ির পাশে মেসার্স চিশতী ঘাটে শ্রমিকদের সাথে গম খালাশ করার সময় ঘাট শ্রমিক সাগর হোসেন (৩৬) গমের বস্তাসহ নদীতে পড়ে নিখোঁজ হন। যার খোঁজ এ প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়া যায় নি । নিখোঁজ সাগর উপজেলার কাদিরপাড়া গ্রামের মো.তুরাফ বিশ্বাসের ছেলে।
ঘাট শ্রমিকেরা জানান প্রতিদিনের কাজ করার সময় সকাল ১০টার কিছু পরে সাগর মাথায় গমের বস্তা নিয়ে জাহাজ থেকে নামার সময় পাশে থাকা অপর জাহাজের মাঝামাঝি পড়ে যায়। তখনই আমরা অনেকেই পানিতে নেমে খোঁজ করে তাকে না পেয়ে ফায়ার সার্ভিসে সংবাদ দেই।
নওয়াপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার টিটব সিকদার বলেন, আমরা সংবাদ পেয়েই পেয়েই ডুবুরি নামিয়ে শ্রমিকদের দেখানো যায়গায় খোঁজ কারছি, এখনো তাকে খুঁজে পাওয়া যায়নি । আমরা সন্ধা পর্যন্ত উদ্ধার অভিযান চালাবো।