মোঃ ওসমান গনি, বেনাপোল (যশোর) প্রতিনিধি ::
ভারতে পাচার হওয়া ৫ বাংলাদেশী নাগরিক বেনাপোল চেকপোস্ট দিয়ে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। বুধবার বিকাল ৫টায় তাদেরকে হস্তান্তর করা হয়। ফেরত আসারা হলো, আজিম ভুইয়া (৩৪), আহমেদ আল ফাহাদ (২৫), মোঃ টুটুল (৩০), মুনিয়া খাতুন (২৮), মুস্তাদ মমতা (৫৬)।
তারা যশোর, হিলি, আগরতলা ও মহেশপুর সীমান্ত দিয়ে বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের পর পুলিশ কর্তৃক আটক হয়। পরে তাদের বিভিন্ন সেভ হোম বুধবার বিকালে বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে হস্তান্তর করেন ভারতীয় পুলিশ।
বেনাপোল ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, পাচার হওয়া ৫ বাংলাদেশীকে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে।তাদেরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।