হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম তীর্থস্থান ভারতের উত্তর প্রদেশের হরিদ্বারে এক ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে ২২ পুণ্যার্থী নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় অর্ধশতাধিক।
মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ১৪ জন নারী এবং দুইটি শিশু আছে। খবর: টাইমস অব ইন্ডিয়া।
ওই অনুষ্ঠানের আয়োজকদের মধ্যে একজন হেমন্ত সাহু জানান, আহতদের ঘটনাস্থলেই অস্থায়ীভাবে নির্মিত সেবাকেন্দ্রে চিকিত্সা দেওয়া হচ্ছে।
সান্থিল পাণ্ডে নামে এক সরকারি কর্মকর্তা বলেন, এখানে ধারণ ক্ষমতার চেয়ে বেশী লোকের সমাগম হয়েছে।
একটি বিশেষ মতবাদের প্রবর্তক গুরু পণ্ডিত শ্রীরাম শর্মার শততম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে কয়েক হাজার লোক সেখানে জড়ো হয়েছিলেন।
গত জানুয়ারিতে কেরালায় একই ধরনের ঘটনায় শতাধিক পুণ্যার্থী মারা যান।
ইউনাইটেডনিউজ ২৪ ডট কম/আন্তর্জাতিক ডেস্ক