ভারতের সর্বোচ্চ নেতৃত্বের পক্ষ থেকে যে আশ্বাস দেওয়া হয়েছে, তার সঙ্গে সংগতি রেখে বাংলাদেশ অভিন্ন নদীতে কোনো অবকাঠামো তৈরির আগে ভাটির দেশের সঙ্গে আলোচনার ওপর জোর দিতে চায়।

টিপাইমুখের প্রস্তাবিত প্রকল্প নিয়ে কোনো ধরনের উদ্বেগ ও ভুল বোঝাবুঝি এড়াতে ভারতের ‘স্বচ্ছতা’র সঙ্গেই বাংলাদেশকে তথ্য দেওয়া উচিত।

মঙ্গলবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে সরকারের এ অবস্থান তুলে ধরা হয়েছে।

উল্লেখ্য, ভারতের মণিপুর রাজ্যের বরাক নদে টিপাইমুখ বহুমুখী জলবিদ্যুৎ নির্মাণের প্রতিবেদন প্রকাশের চার দিনের মাথায় মঙ্গলবার সন্ধ্যায় এই প্রথম সুস্পষ্টভাবে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাল বাংলাদেশ।

এর আগে দুপুরে দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, টিপাইমুখে জলবিদ্যুৎ প্রকল্পে বাঁধ নির্মিত হলে বাংলাদেশের কোনো ক্ষতি হবে না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বর্তমানে দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিবেচনায় বাংলাদেশ আশা করে, ভারত সরকার প্রস্তাবিত প্রকল্পের সব বিষয়ে এবং এ সম্পর্কে কোনো পদক্ষেপ নেওয়া হলে তা অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে জানাবে।

বাংলাদেশের উদ্বেগ কিংবা এ নিয়ে ভুল বোঝাবুঝি দূর করতে এ ধরনের পদক্ষেপ জরুরি বলেও উল্লেখ করা হয় ওই বিজ্ঞপ্তিতে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ঢাকা

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here