ওয়াংখেড়ে স্টেডিয়ামে শেষ টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ১ উইকেটে হারিয়েছে ভারত।৩ ম্যাচ টেস্ট সিরিজে টানা তিনটি ম্যাচই জিতে নিয়েছে স্বাগতিক ভারত।
এরফলে তারা ৩-০ শূন্যতে সিরিজ জিতলো।
৩য় টেস্টে টসে জিতে ব্যাট করতে নামে সফরকারীরা।১ম ইনিংসে তাদের সংগ্রহ ছিল ৫৯০।দলের পক্ষে বার্থ ৬২,বাথওয়াইট ৬৮.কেএ এডওর্য়াড ৮৬,ড্যারেন ভাব্রো ১৬৬. স্যামুয়েলস ৬১ ও পাওয়েল ৮১ রান করেন।
স্বাগতিক বোলারদের মধ্যে অশ্বিন ৫ ওঝা ১ এরওন ৩ ইশাত শর্মা ১ উইকেট লাভ করেন।
১ম ইনিংসে ভারতের সংগ্রহ ছিল ৪৮২।দলের পক্ষে অশ্বিন ১০৩ শচিন ৯৪ রাহুল দ্রাবিড ৮২ কোহলি ৫২, গৌতম গম্ভীর ৫৫ রান করেন।
ক্যারিয় বোলাদের পক্ষে রবি রামপাল ৩, এমএন স্যামুয়েলস ৩,
ড্যারেন স্যামি ২, দিবেন্দ্র বিশু ১, ফ্রিডেল এডওর্য়াড ১ উইকেট লাভ করেন।
কিন্তু ১ম ইনিংসের ধারাবাহিকতা ২য় ইনিংসে ধরে রাখতে পারেনি সফরকারীরা। ক্যারিয়রা মাত্র ১৩৪ রানে গুটে যায়।সফরকারীদের পক্ষে বাথওয়াইট ৩৫ ও ভাব্রো ৪৮ রান করেন।
ভারতীয় বোলারদের মধ্যে ওঝা ৬, অশ্বিন ৪ উইকেট লাভ করেন।
২য় ইনিংসে ভারতের লক্ষ্য ২৪২ রান।কিন্তু শেষ পর্যন্ত ভারত জয় পেয়েছে ৯ উইকেট হারিয়ে শেষ জুটিতে। স্বাগতিকদের পক্ষে শেওবাগ ৬০, দ্রাবিড ৩৩ ও ভিভিএস লক্ষ্মণ ৩১ রান করেন।
ওয়েস্ট ইন্ডিজ বোলাদের পক্ষে রবি রামপাল ৩, স্যামুয়েলস ২, বিশু ২ ও ফ্রিডেল এডওয়ার্ড ১টি উইকেট লাভ করেন।
অসাধারণ পারফরম্যান্সের জন্য ম্যান অব দ্যা ম্যাচ ও সিরিজ ভারতীয় স্পিনার অশ্বিন।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/স্পোর্টস নিউজ