মাহমুদুর রহমান(তুরান), ভাঙ্গা (ফরিদপুর)প্রতিনিধি ::
ফরিদপুরের ভাঙ্গায় ভয়াবহ অগ্নিকান্ডে খামারের ৭টি গরু পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষয়ক্ষতির  পরিমান  প্রায় ১৫ লাখ টাকা  বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারটি। সোমবার  দিবাগত গভীর রাতে  উপজেলার  ঘারুয়া ইউনিয়নের ডাঙ্গারপাড় গ্রামে কৃষক জাফর ও জাকির শেখের খামারে এ ঘটনা ঘটে।  প্রাথমিকভাবে খামার থেকেই বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে বলে ধারনা করা হচ্ছে। 
এলাকাবাসী জানান,ওই গ্রামের জাকির শেখসহ দুই ভাই মিলে  অনেক কষ্ট করে খামারে সাতটি অট্রোলিয়ান জাতের ৫টি গাভি ও ২টি ষাড় গরু লালন পালন করছিলেন তারা। আগামী  কুরবানীর ঈদে ২ টি ষাড় বিক্রি করবে এবং পাঁচটি গাভী থেকে প্রতিদিন একশ কেজি দুধ বাজারে বিক্রি করে ১০ হাজার টাকা আয় করতে পারবে। কিন্ত তাদের সেই স্বপ্ন আর পুরন হলোনা।
এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত কৃষক জাকির শেখ জানান  , গরু চুরির ভয়ে গোয়াল ঘর তালা চাবি দিয়ে আটকে রেখেছিলাম।হঠাৎ দেখি গরুর ঘরে আগুন লেগে মুহুর্তেই ৭টি গরু পুড়ে ছাই হয়ে গেল। আমাদের দুই ভাইয়ের স্বপ্ন আর পুরন হলোনা।
বিষয়টি নিয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আবু জাফর জানান, ৯৯৯ থেকে কল পেয়ে জানতে পারি ডাঙ্গারপাড় গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। দ্রুত আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছানোর আগেই উক্ত গরুর ঘরের সাতটি গরু পুড়ে ছাই  হয়ে যায়। প্রাথমিকভাবে পরিবারের দাবী ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here