ভারতে দীর্ঘ ১৯ মাস কারাভোগের পর মঙ্গলবার দুপুরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বেনাপোল চেকপোষ্ট দিয়ে ১ শিশুসহ ৬ জন নারীকে বিজিবির কাছে হস্তান্তর করেছে ।

বেনাপোল চেকপোষ্ট বিজিবি নায়েক সুবেদার লিয়াকত হোসেন জানান, ভালো কাজের প্রলোভন দেখিয়ে একটি নারী ও শিশু পাচারকারী চক্র ২০১০ সালের এপ্রিল মাসে এদেরকে ভারতে নিয়ে যায়। ভারতের বোম্বে শহরে যাওয়ার পর তারা সেখানকার পুলিশের হাতে আটক হয়। বোম্বে পুলিশ পরে তাদেরকে জেল হাজতে পাঠায়। ভারতের নব জীবন নামে একটি স্বেচ্ছসেবী সংগঠন আটককৃতদের নাম ঠিকানা সংগ্রহ করে জেল থেকে ছাড়িয়ে তাদের সেল্টারহোমে রাখে। দীর্ঘদিন ধরে দু’দেশের স্বরাষ্টমন্ত্রণালয়ে চিঠি চালাচালির পর গত সপ্তাহে এদেরকে বাংলাদেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত হয়। আজ সকালে কোলকাতা পুলিশ ও নব জীবনের কর্মিরা শিশু সহ ৬ জন নারীকে নিয়ে ভারতের পেট্রপোল বিএসএফ ক্যাম্পে পৌছায়। দুপুর ১২ টার দিকে বিএসএফ এদেরকে আমাদের কাছে হস্তান্তর করে। পরে এদেরকে বেনাপোল পোর্ট থানার হেফাজতে দেয়া হয়েছে। পোর্ট থানা পুলিশ ফেরৎ আসা নারীদেরকে হিউম্যান রাইটস যশোর এর হাতে তুলে দেবে বলে জানায় থানা পুলিশের উপ পরিদর্শক সজিব দত্ত।

ফেরত আসা নারীরা হচ্ছে যশোরের বালিয়াডাঙ্গা গ্রামের আসাদুল শেখের স্ত্রী রুবিনা খাতুন(২৫) তার শিশু কন্যা মেহেরুন্নছা, সাতক্ষীরার কলারোয়া থানার কুদ্দুস সর্দারের স্ত্রী রজেছা সর্দার (২৬), যশোরের বাগআচড়ার খৃষ্টান পাড়ার আশরাফুলের স্ত্রী সাথী পারভীন (২৩),শার্শার গোগা গ্রামের অসিম সর্দারের স্ত্রী সাবিনা খাতুন (২৫) ও ঝিনইদহ’র মহেশপুরের আব্দুল হক মিয়ার কন্যা রওশন আরা(২০)।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ইয়ানুর রহমান/শার্শা

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here