কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের বেহাল দশার কারণে আবারও পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে কুষ্টিয়া জেলা পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। বুধবার থেকে জেলার সব রুটে সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। এ সময় জেলার ওপর দিয়ে বিআরটিসি’র গাড়িসহ উত্তর ও দক্ষিণবঙ্গের গাড়িও চলতে দেওয়া হবে না বলে জানানো হয়।

পরিবহন ধর্মঘটের বিষয়টি জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নূর হোসেন দুলাল নিশ্চিত করেছেন।

নূর হোসেন দুলাল বলেন, রাস্তা সংস্কারের জন্য অনেকবার সওজকে চিঠি দেওয়া সত্ত্বেও কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। অনেকটা বাধ্য হয়ে রোববার মালিক-শ্রমিক ঐক্য পরিষদের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কুষ্টিয়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শেখ মোহাম্মদ হাসিবুর রহমান বলেন, রাস্তা সংস্কারের জন্য দরপত্র প্রতিবেদন মূল্যায়নের জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আশা করা হচ্ছে, খুব শিগগিরই কাজ শুরু হবে। এ ছাড়া গাড়ি চলাচলের জন্য প্রাথমিকভাবে ইট-বালি দিয়ে রাস্তা মেরামত করা হচ্ছে।

প্রসঙ্গত, রাস্তায় বেহাল দশার কারণে এ নিয়ে তিনবার পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হলো।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/কাঞ্চন কুমার/কুষ্টিয়া

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here