মোঃ সফিকুল আলম দোলন, জেলা প্রতিনিধি,পঞ্চগড় ::

বিগত কয়েকদিন রোদের তাপমাত্রা একটু বাড়লেও গত ২ দিন ধরে শৈত্যপ্রবাহ আর কুয়াশা বৃষ্টিতে আচ্ছন্ন উত্তরের জনপদ পঞ্চগড় জেলার মানুষ তীব্র শীতে আক্রান্ত হয়ে পড়েছে। সারাদিন সূর্যের মুখ দেখা যায়নি। শীতে আক্রান্ত নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ বেড়েছে বেশী। তীব্র কুয়াশার কারণে যানবাহন চলছে ঝুঁকির মধ্যে। অনেককে খড়ের আগুন জ্বালিয়ে শীত নিবারনের ব্যর্থ প্রয়াস চালাতে দেখা গেছে।

সোমবার সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা সারাদেশের মধ্যে সর্বনি¤œ তাপমাত্রা। এর আগে, রোববার একই সময় এখানে রেকর্ড হয়েছিল ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।

তেঁতুলিয়া ১ম শ্রেণির আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মো. রোকনুজ্জামান বলেন, চলতি মাসে শুরু থেকে টানা তিন সপ্তাহ পঞ্চগড়ের উপর দিয়ে মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহ অব্যাহত থাকার পর মাসের শেষ সপ্তাহে শৈত্যপ্রবাহ কেটে গেছে এবং গত ২৬ ডিসেম্বর থেকে এ অঞ্চলের তাপমাত্রা ১০ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করেছে।

কিন্তু সপ্তাহের শেষ দুদিনে দিনে সূর্যের আলোর প্রখরতা থাকলেও বিকেলে হিমেল বাতাসের সাথে কনকনে ঠান্ডা এবং ঘন কুয়াশায় রাতে পথঘাট ঢেকে যাচ্ছে। তবে নতুন বছরে জানুয়ারি মাসের শুরুর দিকে আরেক দফা মৃদু বা মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here