ফরহাদ খাদেম, ইবি সংবাদদাতা ::
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন ‘বঙ্গবন্ধু পরিষদ’। মঙ্গলবার (৪ জুন) বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ মুর‍্যালে পুষ্পস্তবক অর্পণ করেন সংগঠনটির নেতা-কর্মীরা। 
এসময় সংগঠনটির আহ্বায়ক অধ্যাপক ড. মাহবুবুল আরফিন ও সদস্য সচিব অধ্যাপক ড. মাহবুবর রহমানের নেতৃত্বে যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. শেলীনা নাসরীন ও অধ্যাপক ড. মিয়া মো. রাসিদুজ্জামান উপস্থিত ছিলেন। এছাড়াও সদস্য অধ্যাপক ড. কাজী আখতার হোসেন, অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন, অধ্যাপক ড. ইব্রাহিম আব্দুল্লাহ, অধ্যাপক ড. আনিছুর রহমান ও অধ্যাপক ড. রবিউল হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সংগঠনটির আহ্বায়ক অধ্যাপক ড. মাহবুবুল আরফিন বলেন, কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে দীর্ঘদিনের আদর্শিক শিক্ষকদের বিভাজন একীভূত করে আহ্বায়ক কমিটি গঠন করায় গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। আশা করি সকলের আন্তরিক সহযোগিতায় কেন্দ্রীয় কমিটি ও ইবি শিক্ষকদের প্রত্যাশিত আদর্শিক কর্মকান্ড পরিচালনা করতে আমরা সামর্থ্য হবো। এর মাধ্যমে আমরা বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের জন্য কাজ করবো।
উল্লেখ্য, গতকাল সোমবার (৩ জুন) কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক আ.ব.ম ফারুক এ আহ্বায়ক কমিটির সাময়িক অনুমোদন দেন। ৩১ সদস্যবিশিষ্ট এ কমিটিরকে আগামী ৩ মাসের জন্য অনুমোদন দেওয়া হয়। এই সময়ের মাঝে সম্মেলনের মাধ্যমে পুর্নাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা প্রদান করা হয়।
ফরহাদ খাদেম
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here