দীর্ঘ ১১ বছর পর জন্মভূমি গোপালগঞ্জের নিজ নির্বাচনী এলাকা কোটালীপাড়ায় আসছেন প্রধান মন্ত্রী বঙ্গবন্ধু তণয়া শেখ হাসিনা। এ উপলক্ষে কোটালীপাড়া সেজেছে নতুন সাজে। রাস্তার সোভা পাচ্ছে রংবেরঙের ব্যানার, ফেষ্টুন ও তোরণ গেট।

গত ২০০০ সালের ২০ জুলাই কোটালীপাড়া শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠে এক বিশাল জন সভায় ভাষণ দিতে আসেন তিনি। তখন শেখ হাসিনাসহ আওয়ামীলীগের শীর্ষ নেতাদের হত্যার পরিকল্পনা করে ইসলামী জঙ্গি বাহিনী তার সভা স্থলে ১৭৬ কেজি ওজনের দুটি বোমা পুতে রাখে। শেখ হাসিনা ঘটনাস্থালে পৌঁছানোর আগের দিন সকালে নিরাপত্তা বাহিনীর সদস্যরা বোমা দুটির সন্ধান পায়। বাতিল করা হয় নির্ধারিত জনসভা। দীর্ঘ ১১ বছর পর আগামীকাল তিনি কোটালীপাড়ায় আসছেন। বুধবার সকাল ১১.১৫মি. হেলিকপ্টার যোগে ঢাকা থেকে সরসরি কোটালীপাড়ার পৌঁছে তিনি ১২.১৫ মিনিটে বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের ভিত্তি প্রস্তর স্থাপন ও ফলক উন্মোচন, ১২.৩০ মিনিটে কোটালীপাড়ায় নবনির্মিত পৌরভবন উদ্বোধন, ১২.৪৫ মিনিটে উপজেলা পরিষদ ভবন এর ভিত্তি প্রস্তুর স্থাপন করে দুপুর ২টায় শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠের এক জন সভায় ভাষণ দেয়ার কথা রয়েছে। এ উপলক্ষে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। প্রধান মন্ত্রীর সফরকে ঘিরে জন সাধারণের মাঝে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দিপনা। উপজেলা আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ, সেচ্ছা সেবকলীগ ও মহিলালীগ সকলে মিলে আলোচনা করে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। এখন শুধু প্রধান মন্ত্রীকে এক নজর দেখা এবং তাকে সুভেচ্ছা ও অভিনন্দন জানানোর অপেক্ষা।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/জয়ন্ত শিরালী/গোপারগঞ্জ

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here