সুন্দরবনের বন ও জলদস্যু দমন এবং আগ্নেয়াস্ত্রে উদ্ধারে র‌্যাব, পুলিশ, কোস্টগার্ড ও বন বিভাগের যৌথ অভিযান ‘অপারেশন সুন্দরবন-৩’ শুরু হয়েছে। খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ভোলা ও বরগুনা জেলার বন সংলগ্ন এলাকা, নদ-নদী ও বঙ্গোপসাগর এলাকাকে টার্গেট করে এ অভিযান চালানো হচ্ছে। অভিযানের শুরুতেই আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর সাথে বন্দুকযুদ্ধে রাজু বাহিনীর ক্যাডার আব্দুল মান্নানসহ দু’ বনদস্যু নিহত হয়েছে। এ সময় বিপুল পরিমান আগ্নেয়াস্ত্র ও গোলা বারুদ উদ্ধার করা হয়। এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দাপ্তরিক পত্রে সুন্দরবনে অপারেশন পরিচালনার জন্য নির্দেশ দেয়া হয়।
আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর সাথে সংশ্লিষ্ট সূত্র জানান, মূলত: দুবলার চরে রাশ মেলাকে ঘিরে সুন্দরবনে অপারেশন শুরু করা হয়েছে। অপারেশনের শুরুতে গতকাল মোরেলগঞ্জের নিশান বাড়িয়া এলাকায় মংলা কোষ্টগার্ড ও বরিশাল র‌্যাব-৮’র সাথে বনদস্যু রাজু বাহিনীর দীর্ঘ প্রায় ২ ঘন্টাব্যাপী বন্দুকযুদ্ধ হয়। এতে এ বাহিনীর ক্যাডার আব্দুল মান্নানসহ দু’ দস্যু নিহত হয়। এ সময় ৭টি শুটারগান, ৭টি রাইফেল এবং বিপুল পরিমান গোলাবারুদ উদ্ধার করা হয়। এ ঘটনার পর থেকে ‘অপারেশন সুন্দরবন-৩’ নামের এ অভিযান আরও জোরদার করা হয়েছে বলেও সূত্রটি জানিয়েছে।

শিমুল খান, খুলনা

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here