পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন বলেছেন, বর্তমান সরকারের আমলে শিক্ষার হার দিন দিন বেড়ছে। শিক্ষা বিস্তারের কর্মসূচীর অধীনে এ হারকে শতভাগে উন্নীত করার কাজ দ্রুত এগিয়ে চলছে । দেশের ইউনিয় পর্যায়ের প্রতিটি বিদ্যালয়ে শীঘ্রই  আরো  শিক্ষক-শিক্ষিকা নিয়োগ করা হবে বলে জানান মন্ত্রী।

তিনি বৃহস্পতিবার দুপুর ২টায় সদর উপজেলার কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন। এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আব্দুল খালেক,এলজিইডির নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলাম, দিপক কুমার রায় উপস্থিত ছিলেন। এ ছাড়াও মন্ত্রী মহেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ছেপড়ীখুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করেন।

বাংলাদেশ সরকারের অর্থায়নে প্রায় ২০ লাখ টাকা ব্যয়ে প্রকল্প বাস্ত বায়ন করে এলজিইডি।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/তানিয়া সরকার/ঠাকুরগাঁও

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here