আন্তর্জাতিক ডেস্ক ::আন্তর্জাতিক মহলে উত্তেজনা বাড়িয়ে তুরস্কের তৃতীয় এন্টিসাবমেরিন শ্রেণির জাহাজ পাকিস্তানের উদ্দেশে যাচ্ছে। রবিবার এটি পাকিস্তানের উদ্দেশে যাত্রা করার কথা রয়েছে। শনিবার তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানানো হয়েছে, জাহাজটি পাকিস্তানে চলাচল করবে। এ খবর জানিয়েছে তুর্কি সংবাদমাধ্যম ইয়েনি শাফাক।

ওই বিবৃতি অনুযায়ী, তুর্কি প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার করাচিতে এর অনুষ্ঠানে যোগদানের কথা রয়েছে। এতে বলা হয়, তুর্কি জাতীয় যুদ্ধজাহাজ মিলজেম প্রকল্পে পাকিস্তান ও তুরস্কে দুটি করে রণতরী তৈরির কাজ চলছে।

করোনাভাইরাসের প্রভাব থাকা সত্ত্বেও প্রথম জাহাজটি ২০২৩ সালে পাকিস্তানকে হস্তান্তর করার কথা রয়েছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here