মহানন্দ অধিকারী মিন্টু, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ::

খুলনার পাইকগাছায় বিভিন্ন ইউনিয়ন পরিষদে ২০২৪-২৫ অর্থ বছরের উন্মূক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। ইউরোপিয়ন ইউনিয়ন ও হেলভেটাস বাংলাদেশের অর্থায়নে ডরপ ইভলভ প্রকল্পের সহযোগীতায় এ উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার সকালে উপজেলার রাড়–লী ইউপি’র উন্মুক্ত বাজেট সভায় সভাপতি করেন ইউপি চেয়ারম্যান, অধ্যক্ষ ও বীরমুক্তি যোদ্ধা আবুল কালাম আজাদ। সভায় উপস্থিত ছিলেন সচীব সঞ্জীব কুমার ঘোষ, ইউপি সদস্য বৃন্দ। গত ২৬ মে গদাইপুর ইউনিয়নের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান জিয়াদুল ইসলাম জিয়া। ২০২৪ -২৫ অর্থ বছরের বাজেট ঘোষণা করেন ইউপি সচীব মো. বেলাল হোসেন।

উপস্থিত ছিলেন ইউপি সদস্যবৃন্দ ও সিএসও সিবিও সদসস্য গণ। অনুষ্ঠান পরিচালনা করেন ডরফ ইভলভ প্রকল্প ফিল্ড ফ্যাসিলিটেটর রুমানা পারভীন। এর আগে ২১ মে বিকাল ৪টায় কপিলমুনি সহচরী বিদ্যা মন্দির স্কুল এন্ড কলেজ মাঠে উন্মূক্ত বাজেট সভা হয়।

ইউপি চেয়ারম্যান মো. কওছার আলী জোয়ার্দ্দারের সভাপত্বিতে বাজেট উপস্থাপন করেন ইউপি প্রশাসনিক কর্মকর্তা মো. আঃ গণি গাজী। ইভলভ প্রকল্পের সমন্বয়কারী উপজেলা প্রতিভা বিকাশ সরকার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউপি সদস্য রবীন্দ্রনাথ অধিকারী, সংরক্ষিত ইউপি সদস্য ছখিনা বিবি, কাকুলী বিশ্বাস, সাংবাদিক মহানন্দ অধিকারী মিন্টু, দফাদার দিলিপ বিশ্বাস ও মা সংসদ এর সদস্য শংঙ্করী দাশ প্রমুখ।

সকল বাজেট সভায় উপস্থিত ছিলেন ইউপি সদস্য, গ্রাম পুলিশ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here