ডেস্ক রিপোর্ট::  রাজধানীর চকবাজার থানার পলাশীর মোড় থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৫০) মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২২ জানুয়ারি) দুপুরের দিকে অচেতন অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী। এরপর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম। তিনি জানান, খবর পেয়ে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের মর্গের ট্রলি থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করি। পরে জানতে পারি— ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী।

তিনি আরও জানান, ওই ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। তিনি একজন ভবঘুরে প্রকৃতির ব্যক্তি ছিলেন বলে ধারণা করছি। এখন প্রযুক্তির সহায়তায় পরিচয় জানার চেষ্টা চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here