ফজলে হাসান আবেদ

স্টাফ রিপোর্টার :: ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদ বলেছেন, দেশে পরীক্ষা পদ্ধতি থাকার কোনো প্রয়োজন নেই। ছাত্রছাত্রীরা শেখার জন্য কিংবা বুঝে পড়াশোনা করে না।

পরীক্ষায় পাস করার জন্য মুখস্থ করে। আবার পরে ভুলে যায়। তাই পরীক্ষা প্রথা বাতিলের জন্য আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলব।

শনিবার হবিগঞ্জের বানিয়াচং নাজমুল হাসান জাহেদ একাডেমির ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্যার ফজলে হাসান আবেদের বড় ভাই মরহুম নাজমুল হাসান জাহেদ ছিলেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য। শনিবার একাডেমির দ্বিতল ভবনের ভিত্তিফলক উন্মোচন করা হয়।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা.সাখাওয়াত হাসান জীবন, বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ বশীর আহমেদ, শহীদ বুদ্ধিজীবী সাইদুল হাসানের ছেলে আন্দালিব হাসান, ব্র্যাকের চিফ ইঞ্জিনিয়ার সৈয়দ মিছবাউল মুরশেদ, ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিনসহ প্রমুখ।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here