সোমবার সকালে শহরের সোনাপুর-মাইজদি সড়কের আহম্মদিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে মাটি ভর্তি একটি পিকআপের ধাক্কায় মোটর সাইকেল চালক একজন আইনজীবির মৃত্যু ঘটে। এ ঘটনার প্রতিবাদে স্থানীয় এলাকাবাসী সড়ক অবরোধ করে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, সোমবার সকাল ১১টার দিকে শহরের উত্তর সোনাপুরস্থ নিজ বাসা থেকে নোয়াখালীর বার সদস্য নবীন আইনজীবি মো: হারুন(৩২) নিজ মোটর সাইকেল চালিয়ে আদালতে আসছিলেন। এ সময় মতিপুর এলাকা থেকে দত্তেরহাটগামী মাটি ভর্তি একটি পিকআপ ঐ মোটর সাইকেলটিকে সজোরে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। পিকআপটির ধাক্কায় গুরুতর আহত হন মোটর সাইকেল চালক আইনজীবি হারুন। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে ঢাকার সেন্ট্রাল হাসপাতালে নেওয়ার পর বিকেল ৪টায় তিনি মারা যান। এ খবর নোয়াখালীতে পৌছা মাত্রই স্থানীয় এলাকাবাসী বিক্ষোভে ফেটে পড়ে এবং সোনাপুর মাইজদি সড়ক অবরোধ করে রাস্তার বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শনকরে। বিক্ষুব্ধ জনতা “নিরাপদ সড়ক চাই” এই শ্লোগান সম্বলিত লেখা ব্যানার রাস্তায় প্রদর্শন করে। শেষ খবর পাওয়া পর্যন্ত মাইজদি-সোনাপুর সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে সুধারাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনের চেষ্টা চালায়।

নিহত নবীন এ  আইনজীবি নোয়াখালী জেলার কাজী সমিতির সভাপতি কাজী সিরাজ উদ্দিনের পুত্র।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ হাসান ইমাম রাসেল/নোয়াখালী

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here