বিজয় চন্দ্র দাস, নেত্রকোনা

নেত্রকোনা পৌর শহরের মাদক স্পটখ্যাত চকপাড়া এলাকা থেকে শনিবার মধ্যরাতে হেরোইন বিক্রেতা কিংকংকে (৩৫) গ্রেপ্তার করেছে জেলা ডিবি পুলিশ। কিংকং পৌর শহরের চকপাড়া মহল্লার অবসরপ্রাপ্ত দারোগা আবদুল ওয়াহাবের পুত্র।

পুলিশ সূত্রে ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, চকপাড়া মহল্লায় কিংকং বেশ কিছুদিন ধরে হেরোইন বিক্রি করছিল। গোপন সূত্রে খবর পেয়ে জেলা ডিবির এএসআই মোহাম্মদ আলী ক্রেতা সেজে শনিবার রাতে  মাদক স্পট চকপাড়া মহল্লায় যায় । এ সময় কিংকং ১২’শ টাকা নিয়ে দেহ থেকে  কয়েকটি হেরোইনের পুড়িয়া বের করতেই তাকে গ্রেপ্তার করা হয় ।

জেলা ডিবির এস.আই কায়েস আকন্দ জানান, এ ব্যাপারে আজ মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here