জেলার কেন্দুয়ায় মঙ্গলবার রাতে ৬ গাঁজা সেবনকারী সাজাপ্রাপ্ত আসামী ও গ্রেফতারী পরোয়ানায় ১৫ জনকে পুলিশ গ্রেফতার করেছে। গাঁজা সেবনকারীরা হলো-সিংহের গাঁও গ্রামের আব্দুল হামিদ (৪৫), ভগবতীপুর গ্রামের মতি মিয়া (৪০), মোশাররফ হোসেন (২৮), লুট মিয়া (২৫), আবু তাহের (৫৫) ও বেখৈরহাটি গ্রামের চয়ন মিয়া (২৫)। এছাড়া ৫ বছরের সাজাপ্রাপ্ত ফেরারী আসামী কাওড়া গ্রামের ফয়সল (৩৮) ও গ্রেফতারী পরোয়ানায় ৬ জন ও নিয়মিত মামলায় ২জনকে গ্রেফতার করেছেন।

কেন্দুয়া থানার ওসি মোশাররফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/বিজয় দাস/নেত্রকোনা

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here