নূর আলম, নীলফামারী প্রতিনিধি ::
পবিত্র মাহে রমজানে দরিদ্র অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। নীলফামারীতে দেড়’শ রোজাদার মানুষকে বিতরণ করা হয়েছে ইফতার সামগ্রী। ৫৬ ব্যাটালিয়নের উদ্যোগে বুধবার সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের মনির উদ্দিন দাখিল মাদরাসা প্রাঙ্গণে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন নীলফামারী ব্যাটালিয়ন (৫৬বিজিবি) এর অধিনায়ক লে. কর্ণেল আসাদুজ্জামান
হাকিম।
৫৬ বিজিবি’র সহকারী পরিচালক জসিম উদ্দিন, কুন্দপুকুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম
আজাদ, নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নূর আলম এ সময় উপস্থিত ছিলেন।
৫৬ বিজিবি’র সহকারী পরিচালক জসিম উদ্দিন জানান, দরিদ্র, অসহায় ও দুঃস্থ দেড়’শ মানুষের মাঝে ইফতার
সামগ্রী বিতরণ করা হয়। ভবিষ্যতে এ রকম কার্যক্রম অব্যাহত রাখা হবে।